গর্ভধারণ যখন ঝুঁকিপূর্ণ (high risk)

গর্ভধারন বহুল কাঙ্খিত এবং আনন্দের বিষয় হলেও – সত্যিকার ভাবে প্রত্যেকটি গর্ভধারণ-ই  জটিল এবং কম-বেশি ঝুঁকিপূর্ণ ।

তবে আলাদা করে  ‘ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ ‘ (High Risk Pregnancy) বলতে  এমন বিশেষ  গর্ভধারণ-কে বোঝানো হয় যা- বিশেষ কিছু নিয়ামকের (criteria) উপস্থিতির কারণে  (রোগ / বয়স / জীন গত genetic ইত্যাদি) –  মা এবং বাচ্চার জন্য সর্বাধিক বিপদজনক হয়ে উঠতে পারে ।

গর্ভধারণকে ‘ উচ্চ ঝূঁকিপূর্ণ’ বলে বিবেচনা  করার কয়েকটি  কারণ :

১) মা- অপ্রাপ্ত বয়স্কা – ১৬ বছরের নিচে  (Teen age Mom),

২) বয়স ৩০-এর উর্ধে, (বিশেষত বয়স ৩৫-এর পর মাতৃ গর্ভের উর্বরতা  (Fertility) দ্রুত হ্রাস পাবার সাথে সাথে ‘ঝুঁকি-ও প্রবল হয়),

৩) বিশেষ কিছু রোগ থাকলে, যেমন   – ডায়াবেটিস / উচ্চ  রক্ত চাপ / হৃদ রোগ / ক্রনিক কিডনি রোগ / থ্যালাসেমিয়া  / রক্তে কলেস্টেরল – ট্রাই গ্লিসারয়েড  মাত্রাধিক্য  ইত্যাদি,

৪) PCOS (polycystic ovary syndrome) -(এতে গর্ভপাত, গ্যাস্ট্যাশনাল ডায়াবেটিস, খিঁচুনী (pre eclampsia ) সম্ভবনা বৃদ্ধি পায়)

৫)  মা-এর মাত্রাতিরিক্ত ওজন (স্থুলতা),

৬) পূর্বে গর্ভপাত (miscarriage) এর ইতিহাস  থাকলে,

৭) মা ইতিমধ্যেই অনেক সন্তান (৪/৫ টি ) জন্ম দিয়ে ফেলেছেন,

৮) মা কিংবা বাবার জীন গত (genetic) অস্বাভাবিকতা,

৯) অপুষ্টি,

১০) ধূমপান, মদ্যপান, মাদক সেবন, ওষুধের  বিষক্রিয়া

১১) Auto Immune  disease (যেমন- Lupus বা একাধিক sclerosis ইত্যাদি অপূর্ণ (Premature) বা মৃত শিশু (still berth) জন্মদানের কারণ হতে পারে),

 

তবে আশার  কথা  – উচ্চ ঝুঁকিপূর্ণ হলেও –  নিরাপদ গর্ভ ধারণ ও সুস্থ  সবল শিশুর জন্ম সম্ভব – যদি মায়ের এবং গৰ্ভস্থ শিশুর বিশেষ যত্ন ও পরিচর্যা করা যায় এবং ঝুঁকি-সংশ্লিষ্ট রোগ সমূহ বা কারণগুলোকে নিয়ন্ত্রণে রাখা হয় ।