ভূমিকা

(WE ARE STILL IN THE PROCESS OF BUILDING THIS WEB SITE … SORRY FOR THE INCONVENIENCE)

মা হওয়া মেয়েদের চিরায়িত স্বপ্ন। কিন্তু গর্ভ ধারণ অনিরাপদ হলে কিংবা শিশু সুস্থ না হলে এই স্বপ্ন কতটা দুঃস্বপ্নে পরিণত হয় তা দুর্ভাগা মায়েরাই জানেন।

গর্ভ ধারণ (Pregnancy)  একটি জটিল প্রক্রিয়া, সত্য – একবিংশ শতাব্দীর বিজ্ঞানও নিরাপদ গর্ভ ধারন-এর নিশ্চয়তা দিতে অপারগ বিশেষত প্রাথমিক তৃতীয়াংশে (First Trimester) – যখন গর্ভপাত হওয়া না হওয়া সম্পূর্ণটাই প্রকৃতির উপর ছেড়ে দিতে হয় ।  স্রষ্টা বুঝি অনেক কিছুর মতো গর্ভ ধারন-কেও তাঁর বিশেষ রহস্যের বাইরে পুরোপুরি যেতে দেননি !!

তথাপি মৌলিক কিছু জ্ঞান অর্জন , আধুনিক চিকিৎসা আর সেই অনুযায়ী ন্যূনতম সতর্কতা অনুসরণের মাধ্যমে গর্ভ ধারণকে অনেকটাই নিরাপদ করা যেতে পারে।

বাংলাদেশের  জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ এখনো মাতৃস্বাস্থ্য বিশেষত ‘গর্ভ ধারণ’ খাতে – আধুনিক  চিকিৎসা ব্যবস্থার পর্যাপ্ত সুফল ভোগ করতে পারছেনা-  স্বল্প তহবিল, অপর্যাপ্ত জন-সংযোগ, নিরক্ষরতা,  কুসংস্কার, চিকিৎসক – রুগীর দূরত্ম ইত্যাদি কারণে।

তথ্য আর জ্ঞান অর্জনে ইন্টারনেট  এখন অত্যন্ত  জোরালো মাধ্যম এবং তাই আমরা  আধুনিক বিশ্বের ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সাম্প্রতিক  তথ্য, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি আর মায়েদের ব্যক্তিগত  অভিজ্ঞতার আলোকে সকল  বাংলাদেশী মা-দের – জ্ঞান সমৃদ্ধ করতে চাই  যাতে প্রত্যেকটি গর্ভ ধারণ অধিকতর নিরাপদ  সুখময় হয়।